খালিশপুরে ৩০০ অসহায় পরিবারকে বিএনপি নেতা বকুলের ঈদ উপহার প্রদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৫৪ পিএম, ১ মে,রবিবার,২০২২ | আপডেট: ০৫:২৫ এএম, ১১ ডিসেম্বর,
বুধবার,২০২৪
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খুলনার সকল শ্রেণি পেশার মানুষের সাথে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য দ্বিতীয় দিনের ন্যায় খুলনার মহানগরীর খালিশপুর থানায় সমাজের দুস্থ, অসহায় এবং নিম্ন আয়ের প্রায় ৩০০পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।
আজ রবিবার বিকালে কেন্দ্রীয় বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনায় এবং খালিশপুর থানা যুবদল নেতা মোঃ নাজমুল হোসেন বাবুর তত্বাবধানে খুলনা মহানগরীর খালিশপুর থানার অন্তর্গত বৈকালী মোড়, কদমতলা মোড়, আলমনগর মোড়, প্লাটিনাম ১নং ও ২নং গেট মোড়, ক্রিসেন্ট গেট মোড়, লিবার্টি মোড় সহ থানার বিভিন্ন পয়েন্টে ৩০০ছিন্নমূল পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী হিসেবে পোলাওয়ের চাল, সেমাই, চিনি, গুড়োদুধ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহবায়কঃ স ম আব্দুর রহমান, আবুল কালাম জিয়া, শেখ সাদী, নগর বিএনপির আহবায়ক কমিটির সদস্যঃ বিপ্লবুর রহমান কুদ্দুস, গোলাম মোস্তফা ভুট্টো, আঃ সালাম, জাহাঙ্গীর হেসেন, মোঃ জলিল, খুলনা মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন সহ থানা ও বিভিন্ন ওয়ার্ডের যুবদলের নেতৃবৃন্দ।
এর আগে বাদ জোহর গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে গুম-খুনের স্বীকার এবং রোগাক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী দলীয় নেতাকর্মীদের পরিবারের সদস্যদের সাথে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য এসকল পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করেছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। খুলনা মহানগরীর খালিশপুর থানার অন্তর্গত ১৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী মোঃ আসাদের পরিবারের সদস্যদের হাতে, সড়ক দূর্ঘটনায় নিহত খানজাহান আলী থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু শেখের পরিবারের সদস্যদের হাতে এবং গণতান্ত্রিক আন্দোলনে গুমের স্বীকার সাবেক ছাত্রনেতা এলানের পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার হিসেবে তরূন উদীয়মান বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল প্রেরিত নগদ আর্থিক উপহার তুলে দেন খুলনা মহানগর বিএনপি এবং সংশ্লিষ্ট থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শেখ সাদী, নগর বিএনপির আহবায়ক কমিটির সদস্যঃ কাজী মিজানুর রহমান, আবু সাইদ হাওলাদার আব্বাস, খুলনা মহানগর জাসাসের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুজ্জামান নিশাত, খুলনা মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি কাজী নেহিবুল হাসান নেহিম, সহ সভাপতি জাহিদুর রহমান রিপন, যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান শান্ত, সহ সাধারণ সম্পাদক ভিপি এস আরিফুর রহমান শিমুল, খালিশপুর থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলাউদ্দিন তালুকদার, খানজাহান আলী থানা যুবনেতা শাহরিয়ার খান মাসুম, বেগ আরিফ আল হাসান, খানজাহান আলী থানা ছাত্রদলের সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লব, সেচ্ছাসেবক দল নেতা এম আর জয় প্রমুখ।