শাজাহানপুরে চোপীনগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৮ পিএম, ১ মে,রবিবার,২০২২ | আপডেট: ০৫:১৪ এএম, ১২ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বগুড়ার শাজাহানপুরে চোপীনগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আজ রবিবার বিহিগ্রাম ফাযিল মাদ্রাসা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন বিএনপির সভাপতি মঞ্জুর কাদের মন্টু’র সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল হাকিম মন্ডল। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাষ্টারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক বজলুর রহমান নিলু, সদস্য আলী হায়দার তোতা, এনামুল হক শাহীন, আবু শাহীন সানি।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আজিজুর রহমান বিদ্যুৎ, হারেজ উদ্দিন, সাখাওয়াত হোসেন, খোট্রাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান মতি, খরনা ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজার রহমান কাজল, বিএনপি নেতা আবুল বাশার, আব্দুল হাকিম বুদ্ধি, শ্রমিকদল নেতা নয়ন আহম্মেদ ভেটু, যুবদল নেতা মইনুল হাসান পলাশ ছাত্রদল নেতা রকিসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে জিয়া পরিবারের মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।