জামালপুরে শ্রমিক দলের ঈদ সামগ্রী বিতরণ
সরকার পতনে বিএনপিসহ সকলকে রাজপথে থাকার আহ্বান - ওয়ারেছ আলী মামুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫৯ পিএম, ১ মে,রবিবার,২০২২ | আপডেট: ০৯:৫০ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, বাংলাদেশের মানুষ আজ কঠিন সময় পার করছে এ কঠিন সময় থেকে মুক্তি পেতে রাস্তায় নেমে আসুন এবং বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনা ও গণতন্ত্র রক্ষায় আওয়ামী ফ্যাসিবাদী সরকার পতনে বিএনপির নেতা-কর্মীসহ সকলকে রাজপথে থাকার আহ্বান জানান।
আজ রবিবার দুপুরে শহরের স্টেশন রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পহেলা মে আর্ন্তজাতিক শ্রমিক দিবস উপলক্ষে জামালপুর জেলা শ্রমিক দল আয়োজিত আলোচন সভা ও প্রায় দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
জামালপুর জেলা শ্রমিক দলের সভাপতি শেখ আব্দুস সোবহানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাক, আবু হান্নান, হারুনুর রশিদ, জাকিউল হাসান, সাদেকুর রহমান হীরা, নওশের আলী, আব্দুল মোতালেব, জেলা বিএনপি নেতা এডভোকেট ফজলুল হক, শহীদুল হক খান দুলাল, সজিব খান, শাহ মাসুদ প্রমূখ।