বগুড়ায় জেলা কৃষকদলের উদ্যোগে কৃষকদের মাঝে ঈদ সামগ্রী বিতরন ও ইফতার মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০৩ পিএম, ১ মে,রবিবার,২০২২ | আপডেট: ০৩:৩২ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকে আন্দোলনের মাধ্যমে বর্তমান স্বৈরাচার সরকারের পতন ঘটাতে হবে। আমাদের এখন ঘর গোছানোর কাজ ছলছে অতীতের সবকিছু ভুলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। জেলা কৃষকদলের উদ্যোগে হোটেল প্যারাডাইসে কৃষকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, বগুড়া জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফার্মার রফিকুল ইসলাম। বগুড়া জেলা কৃষকদলের সদস্য সচিব সাইফুল ইসলাম বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা মাহিদুল ইসলাম গফুর, জেলা কুষকদলের যুগ্ম আহবায়ক ইব্রাহীম হোসেন সাকিদার, বদিউজ্জামান বদি, অ্যাড. সানাউল সায়েম সুমন, সাবেক ছাত্রনেতা সেলিম রানাসহ প্রমুখ। শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার কনিষ্ট পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর আত্নার মাগফেরাত এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানরে দির্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া পরিচালনা করা হয়।