আ'লীগ এমপির দায়ের করা ডিজিটাল নিরাপত্তা মামলায় সাবেক ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৯ পিএম, ১ মে,রবিবার,২০২২ | আপডেট: ০৪:০৩ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাহিনকে ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শনিবার বিকালে পৌর এলাকার মেইান বাসস্টান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে ২০২১ সালের ১৮ ডিসেম্বর ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চলের একান্ত সহকারি (পিএস) সুফল কুমার বিশ্বাস বাদী হয়ে মহেশপুর থানায় শেখ শাহিন ও সাবেক সাংসদ নবী নেওয়াজের ভাইপো আতিয়ার রহমান সুমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ দলের এমপির বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্ট্যাটাস প্রদান করেন ছাত্রলীগ সভাপতি সেখ শাহীন। বর্তমানে মামলাটি ডিবি পুলিশের হাতে রয়েছে। মামলার অপর আসামী সুমন কারাগারে রয়েছে। পরে গ্রেফতার শাহিনকে ডিবি পুলিশের হাতে হস্তান্তর করা হয়। ডিবির এসআই আসিফ হাসানসহ সঙ্গীয় ফোর্স কোটচাঁদপুর থানা পুলিশের নিকট থেকে শাহিনকে নিয়ে কারাগারে পাঠায়। শেখ শাহিন পৌর শহরের রেলস্টেশন পাড়ার মৃত শেখ ফজলুর রহমানের ছেলে।