ইসলামপুরে আওয়ামী লীগের ইফতার মাহফিলের গেটে তালা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪৯ পিএম, ১ মে,রবিবার,২০২২ | আপডেট: ০৮:২৪ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
জামালপুরের ইসলামপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিলের গেট বন্ধ করে দেওয়ায় দাওয়াতি মেহমানসহ স্থানীয় বেশ কয়েকজন সাংবাদিক মাহফিল স্থলে প্রবেশ করতে না পেরে যথা সময়ে ইফতার করতে পারেননি। ইফতারের সময় ঘনিয়ে আসায় অনেকেই প্রবেশ পথের গেট টপকে মাহফিল স্থলে প্রবেশের চেষ্টা করলেও তাঁদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। এনিয়ে ইফতার মাহফিলে ইফতার বঞ্চিত দাওয়াতি মেহমানরা ক্ষোভ প্রকাশ করেছেন। তবে, 'ইফতার মাহফিলের আয়োজকদের দাবি, কে-বা কারা গেট বন্ধ করেছিল, বিষয়টি তাঁরা অবগত নন।'
গতকাল শনিবার বিকালে ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আ.লীগ আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে। ধর্মপ্রতিমন্ত্রী ও ইসলামপুর উপজেলা আ.লীগের সভাপতি ফরিদুল হক খান দুলাল এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আলোচনা সভা ও ইফতার মাহফিলের প্রধান অতিথি ছিলেন জেলা আ.লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন জামালপুর ও শেরপুর সংরক্ষিত আসনের মহিলা এমপি হোসনে আরা, বিমানবন্দর থানা আ.লীগের সভাপতি শাহজাহান আলী মন্ডল, জেলা আ.লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সাবিনা ইয়াসমিন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জামাল আব্দুন নাছের বাবুল, অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, অধ্যক্ষ জামান আবু নাছের চৌধুরী চার্লেস, পৌর মেয়র আব্দুল কাদের শেখ, গাইবান্ধা ইউপি চেয়ারম্যান মাকুছুদুর রহমান আনছারী প্রমুখ। এছাড়া জেলা ও উপজেলা আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সরেজমিনে দেখা যায়, ইফতার মাহফিলের দুইটি প্রবেশ পথই তালাবদ্ধ। গেটে আগত মানুষের ভিড়। ঘনিয়ে আসছে ইফতারের সময়। কিন্তু কোনো অবস্থাতেই ভিতর থেকে গেটের তালা খোলে দেওয়া হচ্ছে না। ফলে অনেকেই উঁচু গেট টপকে ইফতার মাহফিল স্থলে ঢুকতে চেষ্টা চালিয়েও শেষমেষ ঢুকতে পারেননি।
নোয়ারপাড়া ইউনিয়ন থেকে আসা আওয়ামী লীগ সমর্থক আবেদ আলী বলেন, 'ইফতারের ১৫ থেকে ২০ মিনিট আগে ইফতার মাহফিলের প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়। এতে অনেকেই ইফতার মাহফিল স্থলে প্রবেশ করতে না পেরে যথা সময়ে ইফতার করতে পারেনি।'
দৈনিক আমার সময় পত্রিকার জামালপুর প্রতিনিধি আব্দুল্লা আল নোমান বলেন, 'আমরা অনেক আগে-ভাগেই ইফতার মাহফিল স্থলে উপস্থিত হয়েছিলাম। অজু করতে বাহিরে বের হলে, আমাদের আর ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। পরে আমরা থানা মোড়স্থ একটি চা-দোকানে ইফতার সম্পন্ন করি।'
ফটো সাংবাদিক মশিউর রহমান টুটুল বলেন, 'গেট বন্ধ করায় আমরা বেশ কয়েকজন সাংবাদিক অনেকটা বাধ্য হয়ে চা-দোকানে ইফতার করেছি।'
আসন্ন উপজেলার সাপধরী ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সবুজ মণ্ডল বলেন, 'গেট বন্ধ করায় ইফতার মাহফিল স্থলে ঢুকতে না পারিনি। পরে কয়েকজন সাংবাদিকে সঙ্গে নিয়ে একটি চা-দোকানে ইফতার করেছি।'
ইফতার মাহফিলের প্রবেশ পথ বন্ধ করার বিষয়ে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম বলেন, 'ইফতার মাহফিলের প্রবেশ পথ বন্ধ করার বিষয়টি আমরা পরে জেনেছি। তবে, কে-বা কারা কী কারণে গেট বন্ধ করেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এমন হতে পারে হীনমন্যতায় গেট বন্ধ করে কুচক্রী মহল ফায়দা নিতে চেয়ে ছিল।'