বগুড়ায় তারেক রহমানের নামে কুরুচিপুর্ণ বক্তব্যের প্রতিবাদে কুশপুত্তুলিকা দাহ, ২৪ ঘন্টার আল্টিমেটাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২৯ পিএম, ৩০ এপ্রিল,শনিবার,২০২২ | আপডেট: ০৯:৫৭ এএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে কুরুচিপুর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে -‘ওঠাও বাচ্চা’-খ্যাত মেলা মান্নান ওরফে ফেম মান্নানের কুশপুত্তুলিকা দাহ করেছে বগুড়ায় যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবকদলের কর্মীরা।
আজ শনিবার সন্ধ্যায় শহরের নবাববাড়ী সড়কস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে মান্নানের কুশপুত্তুলিকা দাহ করা হয়।
এসময় বক্তারা বগুড়ার প্রশাসনকে মান্নানের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহনের দাবী জানায়। সেই সাথে মান্নানকে তার দেয়া বক্তব্য প্রত্যাহারের জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়া হয়। অন্যথায় তার বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা গ্রহনের ঘোষনা দেয়া হয়।