তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি করায় শাজাহানপুরে যুবদলের বিক্ষোভ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২৬ পিএম, ৩০ এপ্রিল,শনিবার,২০২২ | আপডেট: ০১:০০ এএম, ৯ ডিসেম্বর,সোমবার,২০২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বগুড়ার বিতর্কিত ব্যবসায়ী শহর আওয়ামীলীগের সাবেক নেতা আব্দুল মান্নান আকন্দ কর্তৃক কটুত্তি করায় বগুড়ার শাজাহানপুরে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা যুবদল।
আজ শনিবার রাত ৮ টায় উপজেলা সদর ঢাকা-বগুড়া মহাসড়কে বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ করে মাঝিড়া বাইপাসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক জিল্লুর রহমানের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রেজাউল করিম রেজা, নুর মাহমুদ, রহমত, সদস্য বাবুসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বগুড়ার বিশিষ্ট বিতর্কিত ব্যবসায়ী আব্দুল মান্নান আকন্দ অতি শ্রীঘ্রই দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে কটুত্তি করার জন্য যদি ক্ষমা না চায়, তাহলে যুবদলের নেতাকর্মীরা মান্নান আকন্দকে নিজেরাই প্রতিহত করবে।