হাসিনা পতন আন্দোলনের জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে - সাবেক এমপি লালু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১৪ পিএম, ৩০ এপ্রিল,শনিবার,২০২২ | আপডেট: ১১:০৮ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি, সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, শেখ হাসিনা সরকার পতন আন্দোলনের জন্য ঐক্যের বিকল্প নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন।
আওয়ামীলীগ সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমান সরকার দিশেহারা হয়ে পড়েছে। সরকার প্রধান শেখ হাসিনা নিজেই সংসদে উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন এবং জনগণের সাথে তামাশা করছেন। আগামীতে জনগণ বিএনপির আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে ফ্যাসিষ্ট সরকারকে সমুচিত জবাব দেবে।
আজ শনিবার বগুড়ার শাজাহানপুরের খোট্রাপাড়া ইউনিয়নের জোকা দারুল কুরআন হাফেজিয়া মাদ্রাসা আয়োজিত জিয়া পরিবারের মঙ্গল কামনায় ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও খোট্রাপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফিকের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কলাকোপা সিরাজুল হক তালুকদার মেমোরিয়াল ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বিএনপি নেতা সাজ্জাদুজ্জামান সিরাজ জয়, সাহেদুজ্জামান বিজয়, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান অটল, বিএনপি নেতা খায়রুল বাশার, এমরান হোসেন, তমেজ উদ্দিন, রেজা শাহ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক জিল্লুর রহমান, যুগ্ম-আহবায়ক নুর মাহমুদ, রেজাউল করিম, সোহেল, রহমত, রউফ, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাবেক ছাত্রদল নেতা মনি বাবুসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ । আলোচনা শেষে জিয়া পরিবারের মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।