নারায়ণগঞ্জে গুম, খুন, নির্যাতন-নিপীড়নে আহত নেতাকর্মীদের তারেক রহমানের ঈদ উপহার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:১৫ পিএম, ৩০ এপ্রিল,শনিবার,২০২২ | আপডেট: ০৭:৩২ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
চলমান গণতান্ত্রিক পুনরুদ্ধার আন্দোলনে বিভিন্ন সময় ক্ষমতাসীনদের আশীর্বাদপুষ্ট সন্ত্রাসী ও আইনশৃংখলা বাহিনীর কতিপয় কর্মকর্তার যোগসাজশ ও প্রত্যক্ষ অংশগ্রহণে গুম, খুন, নির্যাতন-নিপীড়নে আহত নেতাকর্মীদের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার পৌছে দেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সংগ্রামী সভাপতি মোঃ আরিফুর রহমান মানিক।
এই সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহ সভাপতি আবু মোঃ মাসুম, মাসুদুর রহমান, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক নাজমুল ইসলাম বাবু, রাকিব হোসেন রাজ, রফিকুল ইসলাম, সোনারগাঁও থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম, ফতুল্লা থানা ছাত্রদল নেতা সৌকত রহমান, রুপগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহমেদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক আরিফ বিল্লাহ আলিফ, ভূলতা ইউনিয়ন ছাত্রদল নেতা মেহেদি হাসান ও মনির খান, সেচ্ছাসেবক দল নেতা মোঃ জজ মিয়া, রুবেল মাহমুদসহ আরও অনেকে।