বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্বাস্থ্য কামনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে ইফতার ও দোয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:০৯ পিএম, ৩০ এপ্রিল,শনিবার,২০২২ | আপডেট: ০৫:০০ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
আজ শনিবার বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্বাস্থ্য কামনার করে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সরকারি বিদ্যালয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব বেলাল-ই বাকী ইদ্রিশী। সভাপতিত্ব করেন আলহাজ্ব মো: কয়েশ উদ্দিন।
আরও উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা যুবদলের সাবেক কোষাধ্যক্ষ ও মোবারকপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আলামিন, ছাত্রনেতা জুয়েল, আমির হোসেন, আজগর আলী, ফিরোজ হোসেন, মাইনুল ইসলাম, গঙ্গারামপুর হাফিজিয়া মাদ্রাসা হাফেজগণ এছাড়াও সম্মানিত ব্যক্তিগণ।