জামালপুরে দুঃস্থদের মাঝে মৎস্যজীবী দলের ঈদ সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:২৭ পিএম, ৩০ এপ্রিল,শনিবার,২০২২ | আপডেট: ০৮:১৩ এএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল জামালপুর জেলা শাখার আয়োজনে অসহায়, দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শনিবার বিকেলে পৌরসভার উত্তর দেউরপাড় চন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঈদ সামগ্রী বিতরণের আয়োজন করা হয়।
জামালপুর জেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. আব্দুল হালিমের সভাপতিত্বে ও সদর উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের সঞ্চালনায় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা ব্এিনপির সাধারন সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
এ সময় তিন শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী হিসেবে ছিল চাল, আলু, সেমাই, তেল, দুধ, সাবান, লবন ও চিনি তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান, সহ-সভাপতি হাজী আব্দুল মালেক, আব্বাস আলী, যুগ্মসাধারণ সম্পাদক বজলুল মজনু ও রুবেল আহমেদসহ অন্যান্য মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।