মামুন মাহমুদকে হত্যার চেষ্টায় ঢাকা বিভাগীয় সাংগঠনিক টিম ও জেলা শাখার প্রতিবাদ ও বিচারের দাবী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০৫ পিএম, ৩০ এপ্রিল,শনিবার,২০২২ | আপডেট: ১১:৩৯ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদকে হত্যার প্রচেষ্টায় সন্ত্রাসী হামলার ঘটনার প্রতিবাদে এবং বিচার দাবী করে যৌথ বিবৃতি প্রদান করেছে বিএনপি ঢাকা বিভাগীয় সাংগঠনিক টিম এবং নারায়ণগঞ্জ জেলা শাখা।
আজ শনিবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে ঢাকা বিভাগীয় টিমের পক্ষে ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুস সালাম আজাদ ও সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র পক্ষে ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি সহ আহবায়ক কমিটির সকল নেতৃবৃন্দ এই বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত ২৫ (এপ্রিল) অধ্যাপক মামুন মাহমুদ এর পুরানা পল্টনস্থ অফিসে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে আনুমানিক রাত সাড়ে ৭টার সময় অধ্যাপক মামুন মাহমুদ বাড়িতে ফেরার উদ্দেশ্য অফিস ভবনের নিচে নেমে এলে কস্তূরি রেস্টুরেন্টের সন্নিকটে পূর্ব থেকেই ওত পেতে থাকা দূর্বৃত্তরা হত্যার প্রচেষ্টায় ধারালো অস্ত্র দিয়ে আচমকা তার উপর হামলা করে। তাদের কাছে থাকা ধারালো ছুরির উপর্যুপরি আঘাতে অধ্যাপক মামুন মাহমুদ ক্ষতবিক্ষত হয়ে যান। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। প্রশাসনের তদন্তের মাধ্যমে ইতিমধ্যেই আমরাসহ সকল দেশবাসী অবগত হয়েছেন যে অধ্যাপক মামুন মাহমুদকে হত্যার উদ্দেশ্যে পূর্বপরিকল্পনা মাফিক এই হামলা চালানো হয়েছিলো।
আমরা এই হত্যার প্রচেষ্টার ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং এই নৃশংস হামলার সাথে জড়িত সকল অপরাধী ও এর পেছনে সম্পৃক্ত প্রকৃত ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার জোর দাবী জানাচ্ছি।