রাজশাহী জেলা বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:২১ পিএম, ২৯ এপ্রিল,শুক্রবার,২০২২ | আপডেট: ০৮:০৩ পিএম, ১২ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
রাজশাহী জেলা বিএনপি’র দোয়া ইফতার মাহফির আজ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়। নগরীর তেরখাদিয়া এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবীর রিজভী আহমেদ।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত ও জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক এমপি ও মন্ত্রী অ্যাডভোকেট কবীর হোসেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি ও উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুুকদার দুলুু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিবষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ.এইচ এম ওবায়দুর রহমান চন্দন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল ও রাজশাহী মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুনুর রশিদ।
আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বর্তমান সদস্য এডভোকেট তোফাজ্জল হোসেন তপু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সদস্য অ্যাডভোকেট মতিউর রহামন মন্টু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সদস্য আবু বকর সিদ্দিক, দেবাশিষ রায় মধু, আব্দুস সাত্তার, অধ্যাপক আব্দুস সামাদ, জাহান পান্না, শেখ মকবুল হোসেন, গোলাম মোস্তফা মামুন, মাহবুবা হাবিবা, রায়হানুল আলম রায়হান, তাজমুল তান টুটুল, মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, যুবদল কেন্দ্রীয় কমিটি রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোজাদ্দেদ জামানী সুমন, জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান স্বজন, সদস্য সচিব রেজাউল করমি টুটুল, মহানগর যুবদলের আহবায়ক মাহফুজুর রহমান রিটন, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমন।
এছাড়াও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা কৃষক দলের আহবায়ক আল আমিন সরকারর টিটু, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মাহনগর কৃষক দলের আহবায়ক ওয়াদুদ হাসান পিন্টু, মহিলা দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকাসানা বেগম টুকটুকি, রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট রওশন আরা পপি, জেলা মহিলা দলের সাবেক সভাপতি অ্যাডভোকেট সামসাদ বেগম মিতালী, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার আলম বিপুল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরফিন কনকসহ জেলা ও মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই সরকার গণতন্ত্রের কথা বলায় এই সরকার বিএনপি নেতাকর্মীদের গুম ও খুন করেছে। বিএনপি’র চল্লিশ লক্ষ নেতাকর্মীর নামে মামলা দিয়েছে। রাজশাহী জেলা ও মহানগর বিএনপি’র কোন নেতা কর্মী বাদ নেই যাদের নামে মামলা নেই। এই মূল কারন নেতৃবৃন্দএই দেশের মানুষের বাকস্বাধীনতা ও গণতন্ত্রের জন্য সংগ্রাম করে আসছে। ২০১৮ সালে দিনের ভোট রাতে হয়েছে। সে সময়ে ১১ কোটি ভোটারের কেউ ভোট দিতে পারেনি। কারন এরা গণতন্ত্রকে ভয় পায়। যে দেশে অভাবের তারনায় মানুষ আত্মহত্যা করছে, কৃষক, শিক্ষার্থী ও অসহায় মানুষগুলো না খেয়ে মারা যাচ্ছে। সেই সময়ে এই দেশের বিনা ভোটের সরকার ভারতের নর্তকী এনে কোটি কোটি টাাক খরচ করে নাচ ও গান শোনেন। এভাবে চলতে দেয়া যায়না।
তারা আরও বলেন আর কোন কোর্টের বারান্দায় ধরনা নয়। এখন সময় এসছে প্রতিরোধ করার। এ দেশের মানুষকে এবং নিজেদের বাঁচতে হলে কঠোর আন্দোলনের কোন বিকল্প নাই। আন্দোলনের জন্য প্রস্তুত হওয়ার আহবান তিনি। সেইসাথে দেশকে রক্ষায় সকল স্তরের জনগণকে রাজপথে নামার আহবান জানানো হয়। বক্তব্য শেষে দেশ জাতি এবং মসুলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।