টাঙ্গাইলে তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা ও ঈদসামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১৪ পিএম, ২৯ এপ্রিল,শুক্রবার,২০২২ | আপডেট: ০১:০৫ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
টাঙ্গাইলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গুম ও খুন হওয়া নেতাকর্মীদের পরিবারে ঈদ শুভেচ্ছা ও উপহারসামগ্রী উপহার দেয়া হয়েছে। বিএনপি নেতা ও ব্যবসায়ী মো. শামীম মিয়া এবং জেলা বিএনপি’র সদস্য সচিব মাহমুদুল হক সানু এসব উপহার পৌঁছে দেন। উপহার পেয়ে গুম-খুন হওয়া পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামিল (শাহীন), যুগ্ম আহ্বায়ক এডভোকেট ফরহাদ ইকবাল, যুগ্ম আহ্বায়ক মো. লিটন আকন্দ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তারিকুল ইসলাম ঝলক, সাধারণ সম্পাদক আবদুর রউফ, জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় গুহ, সদস্য সচিব এমএ বাতেন, জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীসহ অসংখ্য সাধারণ মানুষ।
এ সময় বক্তারা বলেন, জনগণের ঘাড়ে জোর করে চেপে বসা বর্তমান অবৈধ শাসকগোষ্ঠী সারা দেশে বিএনপিসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের গুম ও বিচার বহির্ভূত হত্যার মাধ্যমে এক ভীতিকর অবস্থার সৃষ্টি করেছে। গুম হওয়া বিএনপি নেতাকর্মীদের পরিবারে ঈদের আনন্দ নেই। তাদের মনে বিরাজ করছে গুম হওয়া প্রিয় মানুষটিকে ফিরে পাওয়ার আকুতি। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমরা এই ঈদ শুভেচ্ছা পৌঁছে দিলাম।