এতিমদের সঙ্গে জাবি ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫০ পিএম, ২৯ এপ্রিল,শুক্রবার,২০২২ | আপডেট: ০৬:২৮ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এতিমখানায় বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা করে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এতিমদের মাঝে ইফতার ও দোয়া মাহফিল এর আয়োজন করেন।
জাবি শাখা ছাত্রদল আনুষ্ঠানিকভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর ইফতার ও দোয়া মাহফিল এর স্থান বরাদ্ধ এবং নিরাপত্তা চেয়ে দরখাস্ত দেয়। কিন্তু অনুমতি না পেয়ে আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এতিমখানায় এতিমদের মাঝে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে তারা।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাবি ছাত্রদলের সাবেক সভাপতি ইলিম মোঃ নাজমুল হোসেন (যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল), জাবি ছাত্রদলের সাবেক সভাপতি এবং ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুর রহমান বাবুল, জাবি ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং ঢাকা জেলা বিএনপির সহ-সাধারন সম্পাদক মোঃ শরীফুল আলম, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক জাবি ছাত্রদলের নেতা বদরুল আলম সুমন, এবং ঢাকা জেলা উত্তর ছাত্রদলের আহ্বায়ক মোঃ তমিজ উদ্দিন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এবং জাবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের প্রশিক্ষণ ও পাঠচক্র বিষয়ক সম্পাদক এবং জাবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ ভূঁইয়া।
এছাড়া আরো উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক কার্যকরী সদস্য এবং জাবি ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক রেজাউল করিম রাজু, জাবি ছাত্রদলের সদ্য সাবেক সহ-সভাপতি এস এম ফয়সাল হোসেন, জাবি ছাত্রদলের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আশরাফুল ইসলাম, জাবি ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইসরাফিল চৌধুরী সোহেল, মুজিব হল শাখার ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ মেহেদী হাসান সহ শতাধিক নেতাকর্মী।
আরো উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়স্থ ৯ নং ওয়ার্ডের মেম্বার এবং ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন রানা।