গাবতলীতে তারেক রহমানের প্রদত্ত ঈদ উপহার বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:১৮ পিএম, ২৯ এপ্রিল,শুক্রবার,২০২২ | আপডেট: ০২:৫২ পিএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার আন্দোলনে শহীদ, গুম ও নির্যাতিত পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রদত্ত ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ’সহ ঈদ শুভেচ্ছাপত্র আজ শুক্রবার বগুড়া গাবতলীর সুখানপুকুরের পাথারেরপাড়া গ্রামের নিহত যুবদল নেতা আমিনুল ইসলামের পরিবার কে প্রদান করেন উপজেলা যুবদল নেতৃবৃন্দ। এছাড়াও ঈদ উপহার হিসাবে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এবং কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু’র প্রদত্ত ঈদ উপহার ও নগদ অর্থ আমিনুল ইসলামের পরিবারের হাতে তুলে দেন যুবদল নেতৃবৃন্দরা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল হাসান রুহিন, যুগ্ম আহবায়ক মিনহাজ হোসেন, মতিয়ার রহমান মতি, সম্রাট মাহারুফ, সুখানপুকুর ইউনিয়ন যুবদলের আহবায়ক মোস্তাফিজার রহমসান মোস্তা, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল কাদের, নাড়ুয়ামালা ইউনিয়ন যুবদলের আহবায়ক বেলাল হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, সোনারায় ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শাফিকুর রহমান জনি, যুবদল নেতা তৌফিক হাসান মিল্লাত, মিলন, সাজু, নিহত আমিনুলের পিতা রাজা প্রাং, সহ-ধর্মীনি সুমী আক্তার, পুত্র সামিউল ও সোয়াদ প্রমূখ।