বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩৩ পিএম, ২৯ এপ্রিল,শুক্রবার,২০২২ | আপডেট: ০৬:৫৪ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
আজ শুক্রবার সন্ধ্যার সময় কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় বাহাদুরপুর ইউনিয়ন, কুচিয়ামোড়া বাজার নামক স্হানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল অনুষ্ঠানের সভাপতিত্ব বাহাদুরপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বিএনপির। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপি'র সহ-সভাপতি মহাসিন রেজা, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক শাহজান আলী।
আরও উপস্থিত ছিলেন, জুনিয়াদহ ইউনিয়ন বিএনপি'র সভাপতি এনামুল হক টেংরা, সহ-সভাপতি খালেক বিশ্বাস, আমির মন্ডল, বারি বিশ্বাস, জুনিয়াদহ ইউনিয়ন বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন, জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক শিবলু, জুনিয়াদহ ইউপি সদস্য জাম্মদ হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহিদ, জীবন রহমান দুদু, হাফিজুর রহমান, উজ্জল হোসেন লালু, বাহাদুরপুর ইউনিয়ন যুবদল নেতা শাহজান আলী, যুবদল নেতা ইসমাইল হোসেন, কাইয়ুম হোসেন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আতিয়ার রহমান, লিমন, সিজার, খোকন, আনোয়ারুল। উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি নিজাম উদ্দিন বিশ্বাস, সহ সভাপতি হাবিবুর রহমান, উপজেলা মৎস্য জীবি দলের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান। ছাত্রনেতা জীবন, নজিবুল, শাকিল, স্বাধীন, ওয়াসিম প্রমুখ। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। অনষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাফিজ উদ্দিন।