শ্রীপুরে তারেক রহমানের পক্ষে পৌর বিএনপির ঈদ উপহার বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:২৩ পিএম, ২৯ এপ্রিল,শুক্রবার,২০২২ | আপডেট: ০২:১৭ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
গাজীপুরের শ্রীপুর পৌর শহরের ভাংনাহাটি মোল্লা পাড়া জামে মসজিদ মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ ক্রমে হত দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন পৌর বিএনপি।
আজ শুক্রবার সকালে শ্রীপুর পৌর সভার ৪নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি এস এম ফরহাদের সভাপতিত্বে ও পৌর বিএনপি শিক্ষা বিষয়ক সম্পাদক আবু সাঈদের পরিচালনায় ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ওলামাদলের প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা মাওলানা এস এম রুহুল আমিন, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি অ্যাড. কাজী খান, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হুমায়ূন কবির সরকার, পৌর বিএনপির সহ সভাপতি আফাজ মোল্লাসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী।