তারেক রহমানের পক্ষ থেকে মিল্টনের নগদ সহায়তা ও ঈদ উপহার প্রদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৩৬ পিএম, ২৯ এপ্রিল,শুক্রবার,২০২২ | আপডেট: ০৫:৫০ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
ঢাকা ১৬ সংসদীয় আসনের অন্তর্গত পল্লবী থানার ৬নং ওয়ার্ডের অন্তর্ভূক্ত "ট" ইউনিট শাখা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মোঃ সবুজ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হয়।
আজ শুক্রবার এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঢাকা ১৬ সংসদীয় আসনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে সাথে নিয়ে, ঢাকা মহানগর উত্তর যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম মিল্টন সবুজকে দেখতে যান। এসময় সবুজের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।
উনাদের সাথে কথা বলেন, খোঁজখবর নেন এবং বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম পৌঁছে দেন। তারেক রহমানের পক্ষ থেকে সবুজের চিকিৎসার জন্যে শফিকুল ইসলাম মিল্টন নিজ উদ্যেগে আর্থিক সহযোগীতার পাশাপাশি ঈদ উপহার তুলে দেন।