সাবেক ছাত্রদল নেতা শাফিনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২০ পিএম, ২৮ এপ্রিল,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৪:৩৮ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
বগুড়া শহরের চকসুত্রাপুর সমাজকল্যাণ সংস্থার কার্যালয়ে পুরাতন মটর পার্টস মালিক সমিতির নেতা ও সাবেক ছাত্রদল নেতা শফিউল আলম শাফিনের ব্যক্তিগত তহবিল থেকে প্রতি বছরের ন্যায় এবারেও এলাকার বিভিন্ন পর্যায়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় এলাকার কয়েকশ' মানুষের উপস্থিতিতে এসমস্ত বিতরন করা হয়।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড নাজমুল হুদা পপন, ১নংওয়ার্ড কাউন্সিলার শাহ মেহেদী হাসান হিমু, ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক আহবায়ক আবদুল মান্নান, শহর সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মাহবুব হাসান লেমন, রফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, আবদুল জলিল, উজ্জ্বল সহ নেতৃবৃন্দ।