ঢাকাস্থ সিলেট বিভাগ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১৪ পিএম, ২৮ এপ্রিল,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৩:৫৭ এএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ঢাকাস্থ সিলেট বিভাগ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ভাসানী মিলনায়তনে ঢাকাস্থ সিলেট বিভাগ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের সভাপতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আইনুল হক রেজার সভাপতিত্বে ও বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, উক্ত ফোরামের সাধারণ সম্পাদক সারোয়ার আলম খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উক্ত ফোরামের প্রধান উপদেষ্টা, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, জাতীয় নির্বাহী কমিটির সদস্য (দফতরে সংযুক্ত) আব্দুস সাত্তার পাটোয়ারী, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি রাশেদ ইকবাল খান, জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম কেন্দ্রীয় আহবায়ক কমিটির সিনিয়র সদস্য অ্যাড. আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মিজান, উক্ত ফোরামের উপদেষ্টা ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক পরিবেশ ও জলাবায়ু বিষয়ক সহ-সম্পাদক একেএম রিপন তালুকদার।
এছাড়া আরও বক্তব্য রাখেন, নিউমার্কেট থানা বিএনপি নেতা মান্নান খান, উক্ত ফোরামের সিনিয়র যুগ্ম সম্পাদক শেখ নিজাম উদ্দিন, যুগ্ম সম্পাদক তারেকুল ইসলাম খান, আরিফ বিল্লাহ, ফয়সাল আহমেদ, সাদেক আহসান, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুবদল নেতা মোজাম্মেল হক, উক্ত ফোরামের সহ- সাংগঠনিক সম্পাদক শাহ আলম চৌধুরী, শেখ রাসেল, এহসানুল হক ফেরদৌস, তামিম প্রমুখ।