গুম, হত্যা, অঙ্গহানির শিকার পরিবারে তারেক রহমানের ঈদ উপহার বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:০৪ পিএম, ২৮ এপ্রিল,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১২:৫৬ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
স্বৈরাচারী আওয়ামী সরকারের পেটোয়া পুলিশ বাহিনী এবং শাসক দলীয় সন্ত্রাসী বাহিনী কর্তৃক গুম, হত্যা ও অঙ্গহানির শিকার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বজনদের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঈদ শুভেচ্ছা উপহার পৌঁছে দিয়েছেন খুলনা মহানগর বিএনপির সংগ্রামী আহবায়ক শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও সিনিয়র যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম জহির।
আজ বৃহস্পতিবার দুপুরে সদর থানা এলাকায় পুলিশের আক্রমণে প্রথমে আহত ও চিকিৎসাধীন অবস্থায় নিহত নগরীর ৩১ নম্বর ওয়ার্ড বিএনপি'র সহ-সভাপতি বাবুল গাজীর পরিবারের সাথে সাক্ষাৎ করার মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এরপর পর্যায়ক্রমে নগরীর দৌলতপুর থানাধীন ৩নং ওয়ার্ড নিবাসী পুলিশের গুলিতে প্রথমে আহত ও পরে নিহত উকিল মোল্লা, আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত শহীদ আলমগীর, পুলিশের গুলিতে অন্ধ হয়ে যাওয়া শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আসলাম এবং সর্বশেষ নগরীর ২৪ নম্বর ওয়ার্ড নিবাসী গুম হওয়া বিএনপি নেতা আবুল কালাম আজাদ বাবু'র পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ ও তারেক রহমানের দেয়া ঈদ শুভেচ্ছা বিতরণের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে স ম আব্দুর রহমান, কাজী মাহমুদ আলী, আজিজুল হাসান দুলু, শের আলম সান্টু, বদরুল আনাম খান, মোঃ মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, রোবায়েত হোসেন বাবু, মুরশিদ কামাল, কে এম হুমায়ুন কবির, সাজ্জাদ হোসেন তোতন, শরিফুল আনাম, গাজী আফসার উদ্দিন মাস্টার, মোঃ আনছার আলী, তারেকুল ইসলাম, খন্দকার হাসিনুল ইসলাম নিক, আজিজা খানম এলিজা, ইঞ্জিনিয়ার নুর ইসলাম বাচ্চু, অ্যাডভোকেট কানিজ ফতেমা আমিন, কাজী নেহিবুল হাসান নেহিম, মতলেবুর রহমান মিতুল, মনিরুজ্জামান মনির, ডা: মোঃ আব্দুস সালাম, এ কে এম সেলিম, হুমায়ুন কবির চৌধুরী, জি এম মঈনউদ্দিন, শরিফুল ইসলাম টিপু, শহীদুল ইসলাম রিয়াজ, আসাদুজ্জামান আসাদ, জাহাঙ্গীর হোসেন, মোখলেছুর রহমান, মাজেদুল ইসলাম, মোঃ বেলাল হোসেন, মোঃ হুমায়ুন, এম এম জসিম, আমিন আহমেদ, জি এম মাসুম, শেখ মোহাম্মদ নাজিম, আল-আমিন সর্দার রতন, মাহবুবুর রহমান, হায়দার আলী লাবু, মিজানুর রহমান মৃদুল, আল- আমিন লিটন, সেলিম হোসেন মন্টু, মেহেদী হাসান, মেহেদি হাসান বাবু, বাবুল হোসেন প্রমুখ।