ময়মনসিংহে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মাঝে তারেক রহমানের ঈদ উপহার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৪৩ পিএম, ২৮ এপ্রিল,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০১:৩৮ এএম, ১২ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ময়মনসিংহে তৃণমূল নেতাকর্মীদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এ সময় সদর উপজেলার ১১ নং ঘাগড়া ইউনিয়নের দুইশ নেতাকর্মীদের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়।
আজ বৃহস্পতিবার বিকেলে ঘাগড়া ইউনিয়নের মাঝিহাটি বাজারে আনুষ্ঠানিক ভাবে এ ঈদ উপহার বিতরণ করেন দক্ষিণ জেলা বিএনপির সভাপতি রুকনুজ্জামান সরকার রুকন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ ইউনুস আলী, রফিকুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
রুকনুজ্জামান সরকার রুকন জানান, সদর উপজেলার ১০টি ইউনিয়নে দুই হাজার তৃলমূল নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হবে। ইতিমধ্যে ঘাগড়া ইউনিয়নে দুইশ শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। বাকি ইউনিয়ন গুলোতে পর্যায়ক্রমে বিতরণ করা হবে।