অধ্যাপক মান্নানের মৃত্যুতে গাজীপুরে বিএনপির ইফতার মাহফিল শোক সভায় পরিণত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩৮ পিএম, ২৮ এপ্রিল,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৮:০০ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
গাজীপুর সিটি কপোরেশনের নির্বাচিত প্রথম মেয়র সাবেক প্রতিমন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এমএ মান্নানের মৃত্যুতে আজ বৃহস্পতিবার মহানগরীর কাশিমপুর থানা বিএনপির পূর্ব নির্ধারিত দোয়া ও ইফতার মাহফিল শোক সভায় পরিণত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. মাজহারুল আলম বলেন, অধ্যাপক এম এ মান্নানের মৃত্যু ছিলো অস্বাভাবিক। তাঁর এই অকাল মৃত্যুর জন্য অবৈধ এই সরকার দায়ী। গাজীপুর বিএনপির আরেক অভিভাবক বিগ্রেডিয়ার অব. আ স ম হান্নান শাহ মিথ্যা মামলায় কোর্টে হাজিরা দিতে দিতে মৃত্যু বরণ করেছেন। অধ্যাপক এম এ মান্নানকেও একাধিক মিথ্যা মামলায় ২৯ মাস অসুস্থ অবস্থায় জেলে আটকে রেখে তার মৃত্যুকে ত্বরান্বিত করা হয়েছে। একইভাবে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দেয়া হচ্ছে।
অনুষ্ঠানের প্রধান বক্তা মহানগর বিএনপির আহ্বায়ক মো. সালাহ উদ্দিন সরকার বলেন, অবৈধ এই সরকার জনপ্রতিনিধি নির্বাচনে জনগণের সম্পৃক্ততা সহ্য করতে পারে না। তাই তারা জনগণের ভোটে নির্বাচিত মেয়র অধ্যাপক এম এ মান্নানকে কারাগারে নিক্ষেপ করে এবং একাধিকবার রিমান্ডে নিয়ে মেয়রের চেয়ার কেড়ে নিয়েছে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি সাবেক কাশিপুর ইউপি চেয়ারম্যান মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শওকত হোসেন সরকার বলেন, অধ্যাপক এম এ মান্নানই গাজীপুরে দলমত নির্বিশেষে একমাত্র জনপিয় নেতা। তিনি ১৯৯১ সালে সংসদ নির্বাচনে দেশের সর্বোচ্চ ভোটে এমপি নির্বাচিত হয়ে এবং ২০১৩ সালে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে সর্বোচ্চ ভোটে মেয়র নির্বাচিত হয়ে চমক সৃষ্টি করেছিলেন। আমাদের দেশনেত্রী তাকে প্রতিমন্ত্রী বানিয়ে গাজীপুরবাসীকে সম্মানিত করেছিলেন। এ জন্য বেগম খালেদা জিয়ার কাছে আমরা গাজীপুরবাসী চির ঋণী।
কাশিমপুর থানা বিএনপির সভাপতি খন্দকার আলী হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি জয়নাল আবেদীন, কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান মামুন, বিএনপি নেতা আকবর হোসেন মাস্টার, যুবদল নেতা সাইফুল ইসলাম শাহীন, কেএম হাফিজুর রহমান রাজু, বিএনপি নেতা মো. বাবুল হোসেন প্রমুখ।
উপস্থিত ছিলেন, কাশিমপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তাহাজ উদ্দিন মোল্লা, সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ, কাশিমপুর থানা ছাত্রদলের আহ্বায়ক এরশাদ সরকার, সদস্য সচিব কাউসার হোসেন, মহিলা দল নেত্রী আয়েশা আক্তার, শাহিদা আক্তার, কহিনূর কনক প্রমুখ।