বেগম খালেদা জিয়ার কারা ও রোগ মুক্তি কামনা জয়পুরহাট জেলা বিএনপির ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:১৫ পিএম, ২৮ এপ্রিল,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১১:২৯ পিএম, ১৩ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
জয়পুরহাট বিসিক সংলগ্ন একটি চাতালে, আজ বৃহস্পতিবার জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ শামছুলহক এর সভাপতিত্বে প্রধান অতিথির ভারচ্যুয়ালী বক্তব্য রাখেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি নেতা কর্মীদের সরকার পতনের এক দফা আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহবান জানান। বিএনপির ,ঈদের পর সরকার পতনের এক দফা আন্দোলন শুরু হবে। তাই দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে।
তিনি বলেন, আজকে বাংলাদেশ বিচারহীনতা দেশে পরিণত হয়েছে। যে দেশের বিচার নেই, সেই দেশের সরকারের পতন অনিবার্য। দেশে বিচার বলে কিচ্ছু নেই। বিএনপির নেতা কর্মীদের নাম হাজার হাজার গায়েবী মামলা আছে।নিশি রাতের সরকারের কাছে বিচারের বানী নেই, আছে শুধু শেখ হাসিনার হুকুমের বানী।
মিথ্যা মামলায় দেশনেত্রী খালেদা জিয়াকে জেল দিয়েছে। শত শত নেতাদের গুলো,খুন করেছ এই সরকার। এখনই যদি আমরা প্রতিরোধ গড়ে না তুলি, তাহলে গুম, খুনের আরো বহুগুনে বৃদ্ধি পাবে। এখন একটাই দাবি শেখ হাসিনার পতন। আর নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধিনে একটি সুষ্ঠ নির্বাচন। তিনি গতকাল বুধবার জেলার বিসিক সংলগ্ন একটি চাতালে ইফতার মাহফিলে একথা গুলো বলেন।
মাহফিলে আরও বক্তব্য দেন বিশেষ সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি বলেন এই সরকার একটি ফ্যাসিস্ট সরকার, এই সরকার কে আর এক মুহূর্ত এদেশের মানুষ চায়না। জোর করে রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন কেন্দ্রীয় কমিটির, জাসাসের সহ সভাপতি জাহেদুল আলম হিটো জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গোলজার হোসেন, মাসুদ রানা প্রধান, আব্দুল ওয়াহাব, সাবেক মেয়র ফজলুর রহমান। শিবগঞ্জ উপজেলা সভাপতি মির শাহ আলম, নওগাঁ জেলা আহবায়ক আবুবকর সিদ্দিক। ছাত্রদল, যুবদলের, মহিলা দল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহ যোগী সংগঠনএর নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ইফতার মাহফিলে বিপুল সংখ্যক নেতা ও কর্মীগণ উপস্থিত ছিলেন।