তারেক রহমান এর পক্ষ থেকে খোকনের ঈদ শুভেচ্ছা বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:২৯ পিএম, ২৮ এপ্রিল,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১২:৫১ এএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
গুম,খুন ও নির্যাতিতদের ব্যাক্তি ও পরিবার কে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা।
গুমফেরত মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা সিদ্দিকুর রহমান নাহিদ, নরসিংদী জেলা যুবদলের সহ-সভাপতি সোহরাব হাসিব, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক তানজিরুল হক লিমন ও শহিদ জিএস বিল্লাল হোসেন রনির মায়ের হাতে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা ও উপহারসামগ্রী পৌঁছে দেন বিএনপির যুগ্ম মহাসচিব নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও জাতীয় বীর খায়রুল কবির খোকন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন, নরসিংদী শহর বিএনপি'র সভাপতি গোলাম কবির কামাল, নরসিংদী জেলা বিএনপি'র দপ্তর সম্পাদক আমিনুল হক বাচ্চু, নরসিংদী শহর বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক কবির আহমেদ, নরসিংদী শহর বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মনিরুল হক জাবেদ, নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ইলিয়াস আলী ভূঁইয়া, চিনিশপুর ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি আওলাদ হোসেন মোল্লা, হাজীপুর ইউনিয়ন বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক জাহেদুল কবির ভূঁইয়া, নরসিংদী শহর যুবদলের আহবায়ক মাহমুদ হোসেন চৌধুরী সুমন, কৃষকদল নেতা ঝিনুক, এডি রিমন, তাঁতীদল নেতা উজ্জ্বল, নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস শরীফ আহমেদ, জেলা ছাত্রদল নেতা সজীব ভূঁইয়া, মেহেদী হাসান রিফাত ও জুবায়ের আহমেদ তুষার।