তারেক রহমানের পক্ষ থেকে মিল্টনের ঈদ উপহার বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:১৪ পিএম, ২৮ এপ্রিল,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৯:০২ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঢাকা মহানগর উত্তর যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম মিল্টনের উদ্যোগে গুমের শিকার হওয়া পরিবারে ঈদ উপহার প্রদান।
বিগত বছর গুলোর ন্যায় এবারো বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে, যুবদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক, ঢাকা মহানগর উত্তর শাখার আহবায়ক শফিকুল ইসলাম মিল্টনের ব্যক্তিগত উদ্যেগে ২০১৫ সালে গুমের শিকার হওয়া পল্লবী থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম ও পল্লবী থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোহান্মদ তারা এবং শারীরিকভাবে অসুস্থ রুপনগর থানা বিএনপি'র সাবেক সিনিয়র সহ সভাপতি হেলাল উদ্দিন চপল এর পরিবারের সদস্যদের কাছে "ঈদ উপহার" পৌঁছে দেন।
এসময় শফিকুল ইসলাম মিল্টনের সাথে ঢাকা ১৬ সংসদীয় আসনের জাতীয়তাবাদী পরিবারের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।