পীরগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে বিএনপি’র শাড়ী লুঙ্গি বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৩১ পিএম, ২৮ এপ্রিল,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৯:২০ পিএম, ২৮ ডিসেম্বর,শনিবার,২০২৪
রংপুরের পীরগঞ্জে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) পক্ষ থেকে শাড়ী, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরের রংপুর জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপজেলার বড় আলমপুর ইউনিয়নের ষোলঘড়িয়া, তাঁতারপুর হোসেনপুর সহ ৪ গ্রামের ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে এসব শাড়ী, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করেন ।
এ সময় রংপুর জেলা বিএনপির সদস্য মাহমুদ-উন-নবী পলাশ, মোতাহারুল হক নিক্সন পাইকার, বিএনপি নেতা শাহিনুজ্জামান শাহিন, মোস্তাফিজার রহমান মোস্তা সহ বিএনপি ও অঙ্গ দলের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত মঙ্গলবার পীরগঞ্জে ৫ মিনিট স্থায়ী এক কাল বৈশাখীর ঝড়ে ষোলঘড়িয়া, তাঁতারপুর হোসেনপুর গ্রাম সহ ১০টি গ্রামের ২ শতাধিক পরিবারের বাড়ী ঘর ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়।