বিএনপি নেতা এম এ মান্নান লাইফ সাপোর্টে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫০ পিএম, ২৮ এপ্রিল,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৮:৫৭ পিএম, ২৮ ডিসেম্বর,শনিবার,২০২৪
বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী এবং গাজীপুর সিটি করপোরেশন মেয়র অধ্যাপক এম এ মান্নান (৭২) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন।
গতকাল বুধবার দিবাগত রাতে হাসপাতালে ভর্তির পর তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
গাজীপুর সিটি করপোরেশন মেয়র থাকাকালে ২০১৫ সালে নিজ বাসা থেকে গ্রেফতার হন এম এ মান্নান। ২০১৭ সালে আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি।
পরিবার ও দলের পক্ষ থেকে এম এ মান্নানের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।