সরকারের এমন ভূমিকা 'নতজানু' ও 'অপদার্থ' - মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫৯ পিএম, ২৭ এপ্রিল,
বুধবার,২০২২ | আপডেট: ১১:২৩ পিএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারতের সাহায্য চাওয়ায় সরকারের সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের এমন ভূমিকার জন্য তাদের 'নতজানু' ও 'অপদার্থ' হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।
আজ বুধবার রাজধানীর লেডিজ ক্লাবে জাতীয়তাবাদী যুবদলের ইফতার মাহফিলে তিনি বলেন, 'আজকে এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে, এই সরকারকে মানবাধিকার লঙ্ঘণের জন্যে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে। এখন এই নিষেধাজ্ঞা প্রত্যহারের জন্য এই নতজানু, অপদার্থ সরকার, তারা এখন ভারতের কাছে সাহায্য চাচ্ছে।'
তিনি বলেন, ' তাদের (সরকার) পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে, এখন তারা ভারতের কাছে সাহায্য চাইবেন এবং ভারতীয় প্রবাসী যারা মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন, তাদের কাছে তারা সাহায্য চাইবেন। কতটা অযোগ্য হলে, কতটা ব্যর্থ হলে আজকে এই সরকার কুকর্ম করে যারা একটা প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার মধ্যে ফেলেছে, সেই ব্যাপারে ব্যবস্থা না নিয়ে আজকে তারা ভারতের কাছে সাহায্য চাচ্ছে।'
মির্জা ফখরুল বলেন, 'আজকে সবচেয়ে বেশি দরকার ছিল অপকর্মের সঙ্গে জড়িত কর্মকর্তাদের বরখাস্ত করা, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া। সেটা না করে আজকে তারা সাহায্য চাইছে।'
নিউমার্কেটে ব্যবসায়ী-ছাত্রদের সংঘর্ষের বিষয়ে মির্জা ফখরুল বলেন, সংঘর্ষে জড়িত ছাত্রলীগ প্রমাণিত সত্য ঘটনায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি বরং বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে।
তিনি বলেন, মানুষকে বাঁচাতে, দেশকে রক্ষা করতে, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে আন্দোলন করতে হবে। দেশের মানুষ কে জাগিয়ে তুলতে হবে। দেশের মানুষ যুবসমাজের দিকে তাকিয়ে আছে।
এসময় সরকার পতন আন্দোলনের জন্য যুবদল নেতা কর্মীদের জেগে উঠার আহ্বান জানান বিএনপি মহাসচিব।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেনসহ আরও অনেকে বক্তব্য রাখেন। যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে ইফতার মাহফিলে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।