জাবি ছাত্রদলের উদ্যোগে এতিমখানায় দোয়া ও ইফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৪৮ পিএম, ২৭ এপ্রিল,
বুধবার,২০২২ | আপডেট: ১২:৪১ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী জামসিং এতিমখানায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা করে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এতিমদের মাঝে ইফতার ও দোয়া মাহফিল এর আয়োজন করেন।
আজ বুধবার এতিমদের মাঝে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে তারা।
এসময় ছাত্রদল নেতারা বলেন, শ্রাবণ জুয়েল পরিষদের নেতৃত্বে সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশে দেশ নেত্রীর মুক্তি সহ সকল আন্দোলন সংগ্রামের জন্য জাবি ছাত্রদল সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদ্য সাবেক সহ সভাপতি নবিনুর রহমান নবিন, সাবেক সহ সভাপতি রাব্বি হাসান, সাবেক যুগ্ম সম্পাদক ইসরাফিল চৌধুরী সোহেল, শেখ মুজিবুর রহমান হলের যুগ্ম আহবায়ক হুমায়ূন হাবিব হিরন, আল বেরুনি হলের যুগ্ম আহবায়ক জরজীস মোহাম্মদ ইব্রাহীম, আ ফ ম কামাল উদ্দিন হলের ছাত্রদল নেতা রায়হান মিলটন, শহীদ রফিক জব্বার হলের ছাত্রদল নেতা তাজুল ইসলাম, ছাত্রদল নেতা কে এম রিয়াদ, ছাত্রদল নেতা মমিনুর, ছাত্রদল নেতা আনিসুর রহমান সাকিব, সুমন সহ প্রমুখ।