নালিতাবাড়ীর পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৪৩ পিএম, ২৭ এপ্রিল,
বুধবার,২০২২ | আপডেট: ০৯:৫৮ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
বেগম খালেদা জিয়ার সুস্থতা ও স্থায়ীমুক্তি এবং জাতীয় সংসদের বিএনপি দলীয় প্রয়াত হুইপ আলহাজ্ব জাহেদ আলী চৌধুরীর আত্মার মাগফেরাত কামনায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারমারী বাজারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার পুর্ব এক আলোচনা সভায় ১নং পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মজিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলা যুবদলের আহবায়ক গোলাম কিবরিয়া মাকসিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সিরাজ আহাম্মেদ, পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক উমর ফারুক, সাংগঠনিক সম্পাদক আনছারুল ইসলাম। প্রিয় অতিথির বক্তব্য রাখেন নন্নী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ প্রমুখ। পরে দোয়া পরিচালনা করেন আলহাজ্ব জমশেদ আলী।
এসময় নন্নী ইউনিয়ন বিএনপির সভাপতি রুহুল আমীন, নয়াবিল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল বারেক দেওয়ান, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, উপজেলা যুব দলের সদস্য সোলায়মান সিদ্দিকী সানি, পোড়াগাঁও ইউনিয়ন বিএনপি নেতা উসমান আলী, যুবদল নেতা সাইফুল ইসলামসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।