মৌলভীবাজার বিএনপি জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:০১ পিএম, ২৭ এপ্রিল,
বুধবার,২০২২ | আপডেট: ০৫:১৭ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও নেক হায়াত এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর দীর্ঘায়ু কামনায় পবিত্র মাহে রামাদান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
আজ বুধবার শহরতলীর রুমেল কমিউনিটি সেন্টারে দোয়া ও ইফতার মাহফিলের অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ফয়জুল করিম ময়ূন এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক বকসি মিছবাহ উর রহমানের পরিচালনায় প্রধন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, ফয়সল আহমেদ, জেলা বিএনপির সহ সভাপতি হেলু মিয়া।
আরও উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, ছাত্রদল সাধারণ সম্পাদক আকিদুর রহমান, জেলা যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দলসহ বিএনপির সকল অঙ্গসংগঠন। এছাড়াও শ্রীমঙ্গল উপজেলা বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন, সভাপতি নুরুল আলম সিদ্দিকী সাধারণ সম্পাদক মো.তাজ উদ্দিন তাজু, মকসুদ আলী, শামিম আহমেদ, জয়নাল চৌধুরী, রুবেল আহম্মদ, হাফিজুর রহমান চৌধুরী তুহিন, আব্দুল কাদির, আইবুর রহমান প্রমুখ। এতে বিভিন্ন শাখার বিপুল সংখ্যাক নেতাকর্মী উপস্থিত ছিলেন।