কুলিয়ারচরে নিহত যুবদল নেতা হাসান আলীর পরিবারকে তারেক রহমানের ঈদ উপহার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৭ পিএম, ২৭ এপ্রিল,
বুধবার,২০২২ | আপডেট: ০৪:৫৫ এএম, ২৯ ডিসেম্বর,রবিবার,২০২৪
২০১৩ সালের বর্তমান অবৈধ স্বৈরাচার সরকার বিরোধী অবরোধ কর্মসূচি চলাকালীন সময়ে পুলিশের গুলিতে নিহত কুলিয়ারচর উপজেলা যুবদল নেতা শহীদ হাসান আলীর পরিবারের মাঝে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান এর ঈদ উপহার তুলে দেওয়া হয়।
গতকাল মঙ্গলবার (২৬ এপ্রিল) এ সময় উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত সাহেব ও সাধারণ সম্পাদক জনাব এম এ হান্নান।
আরো উপস্থিত ছিলেন, রামদী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মজলু মিয়া, সাধারণ সম্পাদক মোঃ সাফি উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক, আজহার উদ্দিন লিটন, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক মোঃ কামরুল ইসলাম মুছা, যুগ্ম-আহবায়ক, শামজাদ হোসেন শামীম, আব্দুল আওয়াল তালুকদার সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।