দুপচাঁচিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:২১ পিএম, ২৬ এপ্রিল,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৯:১১ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিশিষ্ট ক্রীড়াবিদ মরহুম আরাফাত রহমান ককো’র রুহের মাগফিরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এক দোয়া ও ইফতার মাহফিল দুপচাঁচিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে গত সোমবার দুপচাঁচিয়া উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপির আহবায়ক এএইচএম নুরুল ইসলাম খাঁন হিরু’র সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোজাফ্ফর রহমান টিটুর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া শহর বিএনপির সভাপতি অ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হক তালুকদার কায়কোবাদ।
এসময় উপস্থিত ছিলেন, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, মুনিরুল ইসলাম খান স্বপন, পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব মফিজ উদ্দিন, যুগ্ম আহবায়ক মেশকাতুর রহমান, পৌর বিএনপি নেতা গোলাম ফারুক, আখতারুজ্জামান তুহিন, ইউনিয়ন বিএনপি নেতা, তানজিল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জান্নাতুল ফেরদৌস, আব্দুস সবুর খন্দকার রাকিব, পৌর যুবদলের আহবায়ক ও কাউন্সিলর ইউনুছ আলী মহলদার মানিক, সিনিয়র যুগ্ম আহবায়ক নাঈম কবিরাজ, পৌর যুবদলের যুগ্ম আহবায়কদ্বয় রকিব হাসান সানি, রিয়াদ সরদার, পৌর যুবদল নেতা আসাদুজ্জামান খান রবি, ইউনিয়ন যুবদল নেতা ইদ্রিস আলী খাঁন, জুয়েল প্রাং, হুমায়ন, সবুজ প্রাং, মেহেদী হাসান, আনিছুর রহমান রাজা, রবিউল ইসলাম, মোহায়মেনুল ইসলাম, তারিকুল, জাহাঙ্গীর, সাইদুর রহমান, ফেরদৗস, রাহিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, সদস্য সচিব আব্দুল মান্নান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়ালিউল ইসলাম পুটু, সদস্য সচিব মেহেদী হাসান, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল মতিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক হুমায়ন ফরিদ সোহেল, শ্রমিক দল নেতা শাহিনুর ইসলাম, উপজেলা কৃষক দলের আহবায়ক কাওছার আলী শেখ, সদস্য সচিব আয়তানুর রহমান, উপজেলা ছাত্রদলের সভপতি শামীম সরদার, সিনিয়র সহ সভাপতি, জয়নুল আবেদীন জয়, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম পাপ্পু, পৌর ছাত্রদলের সভাপতি নাঈম সরদার, সাধারণ সম্পাদক মিনারুল হাসান বর্ষন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ। উক্ত দোয়া মাহফিল পরিচালনা করেন মওলানা মাসুদুর রহমান।