রংপুরে পুলিশি বাঁধার মধ্যে দিয়েও বিএনপি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০৩ পিএম, ২৬ এপ্রিল,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১১:০৮ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
রাজধানীর নিউ মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতা মকবুল হোসেনকে গ্রেফতারের প্রতিবাদে রংপুর নগরীতে পুলিশী বাঁধায় বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে রংপুর মহানগর বিএনপি এই কর্মসূচির আয়োজন করে।
এর আগে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ তাতে বাঁধা দেয়। একপর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাগবিত-া হয়। পরে দলীয় কার্যালয়ের প্রধান ফটকের সামনে প্রতিবাদ সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা।
রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সদস্য সচিব অ্যাড.মাহফুজ-উন-নবী ডন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক লিটন পারভেজ, মহানগর ছাত্রদলের সভাপতি নূর হাসান সুমন প্রমুখ। এসময় মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা, অবিলম্বে বিএনপি নেতাকর্মীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তার নেতার মুক্তি দাবি করেন।