ঢাকা মহানগর উত্তর কাফরুল থানা বিএনপি'র উদ্যোগে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:২২ পিএম, ২৬ এপ্রিল,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৬:১৬ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
আজ মঙ্গলবার ঢাকা মহানগর উত্তর কাফরুল থানা বিএনপি'র সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে গরীব ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি'র সদস্য সচিব ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং, ঢাকা মহানগর উত্তর বিএনপি'র যুগ্ম আহবায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, মোয়াজ্জেম হোসেন মতি, সদস্য আহসান উল্লাহ চৌধুরী হাসান, সদস্য হাজী মোঃ ইউসুফ, সদস্য ও দফতর (গণমাধ্যম) এবিএমএ রাজ্জাক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাফরুল থানা বিএনপি'র সাবেক সভাপতি আক্তার হোসেন জিল্লু এবং সঞ্চালনায় ছিলেন কাফরুল থানা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক আকরাম বাবুল। অনুষ্ঠানে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও ঢাকা মহানগর উত্তর বিএনপি'র সদস্য সচিব ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক অবৈধ আওয়ামী লীগ সরকারের প্রথম গুম-হত্যার শিকার মোহাম্মদপুর থানা বিএনপি'র নেতা মঞ্জুর মোর্শেদ শিপু'র বাসায় যান এবং তার সহধর্মিনী হাসিনা মোর্শেদ কাকলীর (বিএনপি নেত্রী) সাথে কথা বলেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।
উল্লেখ্য যে, কাকলীর একটি কিডনী নষ্ট হয়ে গেছে, তাই তিনি মুমুর্ষ অবস্থায় মৃত্যুশয্যায় আছেন। আমিনুল হক তাকে সর্বাত্মক সাহায্য সহযোগিতা দেয়ার চেষ্টা করবেন বলে জানান। সাক্ষাতের সময় কাকলী কান্নায় ভেঙ্গে পড়লে জনাব আমিনুল হক তাকে সান্তনা দিয়ে বলেন, সকল গুম-খুনের বিচার একদিন এই বাংলাদেশের মাটিতেই হবে। বাংলাদেশে যে আতঙ্ক ও ভয়ের পরিবেশ সৃষ্টি করা হয়েছে তা থেকে উত্তরণে বর্তমান ফ্যাসিবাদী শাসকগোষ্ঠীকে ক্ষমতা থেকে সরাতে জনগণকে সাথে নিয়ে লড়াইয়ে আর পিছপা হলে চলবে না।