নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতৃবৃন্দদের গ্রেফতারের প্রতিবাদ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০১ পিএম, ২৬ এপ্রিল,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৯:৩৯ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
দারুসসালাম থানা বিএনপির সদ্য সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এসএ সিদ্দিক সাজুর সার্বিক তত্ত্বাবধানে ঢাকা ১৪ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতৃবৃন্দের নামে চক্রান্ত মূলক মিথ্যা মামলা ও অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদে আজ মঙ্গলবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত জাতীয় প্রেসক্লাবের সামনে "প্রতিবাদ সমাবেশে" অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম সাইদুল, মিরপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী দেলোয়ার হোসেন দুলু, দারুসসালাম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ইকবাল মাহমুদ রিপন, রূপনগর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ কাওসার হামিদ, ১০ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মীর আবু বক্কর সিদ্দীক মাকসুদ, যুগ্ম আহ্বায়ক হাজী রমজান হোসেন রঞ্জু, যুগ্ম আহ্বায়ক শাহজাহান মিয়া, ১২ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার দিল খায়ের শিপু, যুগ্ম আহ্বায়ক তুহিন, ৭ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ ফয়সাল আহম্মেদ, ১১ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ শাকিল আহম্মেদ স্বপন, হাজী ফয়েজ আহম্মেদ, ৯ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক শ্রী স্বরজিত কুমার সৌরভ, যুগ্ম আহ্বায়ক মোঃ ইব্রাহিম, মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কেএম ইয়াহিয়া সামী, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সোহেল রহমান, মিরপুর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহজালাল সম্রাট সহ প্রমুখ নেতৃবৃন্দ।