ধামইরহাটে বিএনপির চা দোকান ব্যাপক জনপ্রিয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫৫ পিএম, ২৬ এপ্রিল,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৪:৫৬ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
নওগাঁর ধামইরহাট উপজেলা সদরে বিএনপির চা দোকান চিনেনা এমন মানুষ কম, তার ভালো নাম মোঃ ইদি আমিন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে দিন মারা যান ঠিক সেদিনই জন্ম নেয় এই ইদি আমিন। জিয়ার প্রতি ভালোবাসা চিরস্থায়ী করতে ইদি আমিনের মা শখ করে তার নাম রাখেন বিএনপি (BNP) সেই থেকে ইদি আমিন বিএনপি নামে পরিচিত। নিজেও জিয়া পরিবারের কঠিন সমর্থক বলে সে জানায়, তার দোকানে যে একবার চা খেয়েছে, পরে আর না এসে থাকতে পারে না, এলাকার সব শ্রেণী পেশার মানুষের ভালো লাগার মানুষ ইদি আমিন। বিএনপি BNP ভাই সারাদিন আওয়ামী লীগের নেতারা বিএনপির নাম মুখে না নিলেও সন্ধ্যায় এই দোকানে এসে বলেন, বিএনপি একটা চা দাও।