জয় বাংলা স্লোগানে সংঘর্ষ, আসামী বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২৬ পিএম, ২৬ এপ্রিল,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১১:০২ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার সকালে নগরীর রাজবাড়ী রোডস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গনে বিক্ষোভ সমাবেশে করেছে গাজীপুর মহানগর বিএনপি।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. মাজহারুল আলম বলেন, নিউ মার্কেটে সংঘর্ষ হয়েছে ছাত্রলীগ ও ব্যবসায়ীদের মধ্যে। ছাত্রলীগ জয়বাংলা স্লোগান দিয়ে হতাহতের ঘটনা ঘটিয়েছে। অথচ আসামী করা হলো বিএনপি নেতাদের। সমাবেশের প্রধান বক্তা মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শওকত হোসেন সরকার অবিলম্বে গ্রেফতারকৃত বিএনপি নেতা মকবুল হোসেনের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।
মহানগর বিএনপির আহ্বায়ক মোা. সালাহ উদ্দিন সরকারের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ভিপি জয়নাল আবেদীন তালুকদারের সঞ্চালনায় বক্তব্য দেন, বিএনপি নেতা আফজাল হোসেন কায়সার, আহমেদ আলী রুশদী, সৈয়দ আক্তারুজ্জামান, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, জিএস সুরুজ আহমেদ, গাসিক কাউন্সিলর তানভীর আহমেদ, সাজ্জাদুর রহমান মামুন, যুবদল নেতা হাফিজুর রহমান রাজু, স্বেচ্ছাসেবক দল নেতা আসাদুল ইসলাম সরকার, ছাত্রদল নেতা খন্দকার মোনায়েম প্রমুখ।
উপস্থিত ছিলেন, বিএনপি নেতা কাজী মাহবুব উল হক গোলাপ, সাংবাদিক দেলোয়ার হোসেন, মো. সরাফত হোসেন, রাশেদুল ইসলাম কিরণ, জিএস নাসিমুল ইসলাম মনির, শেখ মো. আলেক, মো. জাহাঙ্গীর আলম, রবিউল আলম রবি, বাবুল হোসেন, আসাদুজ্জামান আসাদ, ইঞ্জিনিয়ার ইদ্রিস খান, জাহাঙ্গীর হাজারী, হারুন-অর-রশিদ, আব্দুর রহিম বেপারী, অ্যাডভোটে নূরুল কবীর শরিফ, অ্যাডভোকেট সাইফুল ইসলাম মোল্লা, যুবদল নেতা নাসির উদ্দিন, নাজমুল হোসেন মন্ডল, আজিজুল ইসলাম, হাসান সারোয়ার রাব্বি, শ্রমিক দল নেতা সহিদুল ইসলাম, শাহাদাৎ হোসেন, মহিলা দল নেত্রী দীপা মনিসহ বিএনপি ও অঙ্গ দল সমূহের বিপুল সংখ্যক নেতাকর্মী।