পত্নীতলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩৯ পিএম, ২৬ এপ্রিল,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৯:০৬ পিএম, ২৮ ডিসেম্বর,শনিবার,২০২৪
সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় নওগাঁর পত্নীতলা থানা ও নজিপুর পৌর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে মধইল হাইস্কুল মাঠে গতকাল দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব খাজা নাজিবুল্লাহ চৌধুরী, আরো উপস্থিত ছিলেন, পৌর বিএনপির আহবায়ক সাবেক মেয়র আনোয়ার হোসেন, সাবেক ছাত্রনেতা ভিপি মন্টু চৌধুরী, ছাত্রদল নেতা রাকিবুল হোসেন প্রমূখ।
এসময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় দেড় সহস্রাধিক বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি খাজা নাজিবুল্লাহ চৌধুরী বলেন, আর সময় বেশী নেই। জনগন তাদের অধিকার আদায় করে নিবে সেদিন বেশি দুরে নয়।