ময়মনসিংহে সাড়ে ৩ হাজার পরিবার পেল বিএনপির ঈদ উপহার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২৫ পিএম, ২৬ এপ্রিল,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৯:১১ পিএম, ২৮ ডিসেম্বর,শনিবার,২০২৪
ময়মনসিংহে সাড়ে ৩ হাজার অসহায় দরিদ্র পরিবারে ঈদ উপহার বিতরণ করেছে বিএনপি। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে সেমাই, চিনি, নুডুলস ও দুধ।
গতকাল সোমবার (২৫ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধোবাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে এসব ঈদ সামগ্রী বিতরন করা হয়।
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এ ঈদ উপহার বিতরণ করেন হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব সালমান ওমর রুবেল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল ফজল, বিএনপি নেতা কছিম উদ্দিন, যুবদল নেতা আকিকুল ইসলাম শামিম, মাসুদ সরকার, আব্দুস সোবাহান প্রমূখ।
বিএনপি নেতা ও ওমর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সালমান ওমর রুবেল জানান, বিএনপির পক্ষ থেকে দেশের সীমান্তবর্তী হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার ৮ হাজার দরিদ্র অসহায় পরিবারে ঈদ সামগ্রী বিতরণের কর্মসূচী হাতে নেওয়া হয়েছে।
ইতিমধ্যে সাড়ে ৩ হাজার পরিবারে এ উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। আগামী ২৮ এপ্রিলের মধ্য বাকি সাড়ে ৪ হাজার পরিবারে ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া হবে।