বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ফরিদপুরে নায়াব ইউসুফের ইফতার মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫৫ পিএম, ২৫ এপ্রিল,সোমবার,২০২২ | আপডেট: ০৫:৫৮ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও রোগমুক্তি কামনায় ফরিদপুর মহানগর ও কোতয়ালী বিএনপির উদ্যোগে ইফতার,দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ সোমবার স্থানীয় ময়েজউদ্দীন উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক, মহিলা দলের ঢাকা উত্তরের আহবায়ক চৌধুরী নায়াব ইউসুফ।
শহর বিএনপির আহবায়ক এএফএম কাইউম জঙ্গীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, শহর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, কোতোয়ালি থানা বিএনপি সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, জেলা স্চ্ছোসেবক দলের সাবেক আহবায়ক গোলাম রব্বানী ভুইয়া রতন, যুবদলের সভাপতি রাজিব হোসেন, সহ-সভাপতি এমএম ইউসুফ, ভিপি সেলিম, জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন অনু, মহানগর ছাত্র দলের সভাপতি শাহরিয়ার শীথিল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল আল মামুন রতন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ নেতৃবৃন্দ।
এসময়, বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতারপূর্ব দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়া ও তার পরিবারের সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে এবং মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় ।