বিএনপির নির্বাহী কমিটির সদস্য হলেন খোকন-শ্যামল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:২৭ পিএম, ২৫ এপ্রিল,সোমবার,২০২২ | আপডেট: ১১:৪৯ পিএম, ২৮ ডিসেম্বর,শনিবার,২০২৪
সদ্য বিদায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য করা হয়েছে।
আজ সোমবার (২৫ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, গত রোববার (১৭ এপ্রিল) জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে সভাপতি ও সাইফ মাহমুদ জুয়েলকে সাধারন সম্পাদক করা হয়। এরা দু'জন ছাত্রদলের খোকন-শ্যামল কমিটির যথাক্রমে সিনিয়র সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদক ছিলেন।