শ্রমিক ও নিম্ন আয়ের মানুষের মাঝে চলছে নীরব দুর্ভিক্ষ : আবুল হাশেম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৩২ পিএম, ২৪ এপ্রিল,রবিবার,২০২২ | আপডেট: ০২:৪৬ পিএম, ২৬ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেছেন, দ্রব্যমূল্যের দাম অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। নিদারুণ কষ্টে দিনাতিপাত করছে গরিব মেহনতি মানুষ। টিসিবির ট্রাকের পেছনে একটু কম দামে পণ্য কেনার আশায় ছুটছে মানুষ। শ্রমিক ও নিম্ন আয়ের মানুষের মাঝে চলছে নীরব দুর্ভিক্ষ। দ্রব্যমূল্যের উদ্ধোগতির ফলে শ্রমিক-মেহনতি মানুষের মনে ঈদের আনন্দ নেই। অবিলম্বে নিত্যপণ্যের দাম কমান। বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনুন। গরিব-মেহনতি মানুষকে বাঁচতে দিন।আওয়ামী গুটিকয়েক বিত্তশালী সিন্ডিকেটের স্বার্থেও জন্য দেশের আপামর জনসাধারণ কষ্টে দিনাতিপাত করছে।
গতকাল শনিবার (২৩ এপ্রিল) তিনি চট্টগ্রাম প্রেস ক্লাব এস রহমান হলে চট্টগ্রামস্থ চরফ্যাশনে ও মনপুরা জাতীয়তাবাদী শ্রমিক ফোরামের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, খুশির বার্তা নিয়ে ঈদ সমাগত। শ্রমিক মেহনতি মনিুষের মনে ঈদ আনন্দ পরিপূর্ণ নেই বললেই চলে। দেশের জনসংখ্যার বিশাল অংশ সুবিধা বঞ্চিত। যাদেরকে বরাবরই পাশ কাটিয়ে যাওয়া হয়। শুধু পাশ কাটিয়ে যাওয়া নয় বরং তাদের নিয়ে এখন উপহাসও করা হচ্ছে। সরকারের দায়িত্বশীল মন্ত্রীরা বলেছেন, দেশে এখন অভাব বলে কোন শব্দ নেই। যা অসহায় দরিদ্র মানুষদের সাথে অমানবিক তামাশা ছাড়া কিছু নয়। এমন দায়িত্বহীন অবস্থানের কারণেই সামাজিক বৈষম্য প্রকট আকার ধারণ করছে। অসহায় গরীব মানুষদেরকে দিন দিন অসহায়ের চরম মাত্রায় পৌঁছে দিচ্ছে।
চরফ্যাশন ও মনপুরা জাতীয়তাবাদী শ্রমিক ফোরাম এর সভাপতি আলাউদ্দিন আল মামুন'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ সবুজ হাজারী'র পরিচালনায়, বিশেষ অতিথি অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর মৎস্যজীবী দলের সদস্য সচিব এড. আব্দুল আজিজ, চরফ্যাশনে ও মনপুরা জাতীয়তাবাদী শ্রমিক ফোরাম'র প্রধান সমন্বয়কারী মেহেদি হাসান আওলাদ, এতে আবো বক্তব্য রাখেন চরফ্যাশনে ও মনপুরা জাতীয়াবাদী শ্রমিক ফোরাম'র সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম খলিল রিপন , সহ সভাপতি মো. মোস্তফা, সোহেল মাতবর, মোহাম্মদ লিমন, সিনিয়র যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম আমির, যুগ্ম সম্পাদক মাকসুদুর রহমান, ইমন ফরাজী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রফিক, সহ সম্পাদক আব্দুল খালেক, প্রচার সম্পাদক নাহিদুল ইসলাম মহাজন, সহ অর্থ সম্পাদক রাসেল পরিবেশ বিষয়ক সম্পাদক জামাল উদ্দিন প্রমূখ।