নগরবাসী নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে : ডা.শাহাদাত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২৭ পিএম, ২৪ এপ্রিল,রবিবার,২০২২ | আপডেট: ০২:১৭ পিএম, ২৮ ডিসেম্বর,শনিবার,২০২৪
চট্টগ্রাম মহানগর বিএনপি'র আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, নগরবাসী নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। বর্ষা যত ঘনিয়ে আসছে নগরবাসীর আতঙ্ক ততোই দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্ষার মৌসুমে অল্প বৃষ্টিতে নালা- নর্দমা, চলাচলের রাস্তা ও খাল একাকার হয়ে যায়। বুঝা যায় না যে কোনটা রাস্তা কোনটা নালা। এছাড়াও অসংখ্য নালার ওপর স্ল্যাব না থাকার কারণে প্রতিবছরের ঘটছে বড় বড় দুর্ঘটনা। প্রতিবছরে বর্ষার মৌসুমে নালা নর্দমায় পড়ে তাজা প্রাণ হারিয়ে যায়। সিটি কর্পোরেশন বা সেবা প্রদানকারী সংস্থা গুলোর অদক্ষতা এবং সমন্বয়হীনতার কারণে এসব দুর্ঘটনা ঘটছে। অন্যদিকে নালা নর্দমা অপরিচ্ছন্নতার কারণে মশার যন্ত্রণায় নগরবাসী অতিষ্ঠ।
গতকাল শনিবার (২৩ এপ্রিল) তিনি কালামিয়া বাজার এ.বি.সি কমিউনিটি হলে ১৮ নং ওয়ার্ড পূর্ব বাকলিয়া স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র রোগমুক্তির কামনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন আরো বলেন, এই সরকারের দুর্নীতি- দুঃশাসন লাগামহীন হয়ে পড়েছে। সরকারদলীয় লোকজন ভাগ-বাটোয়ারায় ব্যস্ত। ভাগ-বাটোয়ারার কম বেশি হলেই একে অপরকে হত্যা করছে। পণ্য পরিবহনে চাঁদাবাজির কারণে আজ সব কিছুর মূল্য বৃদ্ধি। প্রতিটি এলাকায় এলাকায় চলছে সরকার দলীয় সন্ত্রাসীদের চাঁদাবাজি। সরকারদলীয় সন্ত্রাসীদের উৎপাতে সাধারণ ব্যবসায়ী ও মানুষ অতিষ্ঠ।
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ ইসহাক খানের সভাপতিত্বে বিশেষ অতিথি নগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক নুরুল আলম রাজু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আরিফ মেহেদী, আরো উপস্থিত ছিলেন নগর বিএনপি নেতা হাসেম সওদাগর, মোঃ শাহাজাহান, আব্দুস সবুর, আল ইউসুফ, ১৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল্লা আল ছগির, ১৯ নং ওয়ার্ড বিএনপি সভাপতি হাজী নবাব খান, ১৮নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক হাজী মহিউদ্দিন, বিএনপি নেতা হাজী আইয়ুব, রৌশনগীর আমিন, চট্টগ্রাম মহানগর যুব দলের সহ সভাপতি মোহাম্মদ ইলিয়াস, বিএনপি নেতা মোঃ কামরুল, সাইফুল ইসলাম, মোঃ ইলিয়য়াছ, মোঃ রহিম, মোঃ আবুল কালাম আবু, মোঃ জসিম, নহর যুবদলের সহ-সাধারণ সম্পাদক আসাদুর রহমান টিপু, নগর স্বেচ্ছাসেবক দল নেতা জাহাঙ্গীর আলম, বাকলিয়া থানা যুব দলের সদস্য সচিব মো. মুছাবাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মহিউদ্দিন রনি, যুগ্ম আহবায়ক ইব্রাহিম সোহেল, লিটন, হালিম আলম, ১৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা মো. সুমন, মো. ইউনুস, ইমাম, মহিউদ্দিন, ইউসুফ, হাসান, আনোয়ার, ফারুক, শহিদ, রাজু প্রমুখ নেতৃবৃন্দ।
এর আগে কালামিয়া বাজার দোতলা মসজিদে বাকলিয়া থানা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক রৌশনগীর আমিন এর সদ্য প্রয়াত ছোট ভাই মরহুম ওসমান গনির রুহের মাগফেরাত উপলক্ষে দোয়া ও মিলাদ মাফফিলে অংশগ্রহণ করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন সহ মহানগর বিএনপির নেতৃবৃন্দ।