সাতকানিয়া উপজেলা ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৫৩ পিএম, ২৪ এপ্রিল,রবিবার,২০২২ | আপডেট: ১০:১৫ পিএম, ২৪ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক কমিটির সিনিয়র সদস্য জামাল হোসেন এর সার্বিক সহযোগিতায় সাতকানিয়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে সাতকানিয়া উপজেলা ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সাতকানিয়া উপজেলা ছাত্রদল নেতা আনিসুর রহমান আনাস এর সভাপতিত্বে, ছাত্রদল নেতা আশিকুর রহমান আশিক এর সঞ্চালনায়- প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক এম এ রহিম, তিনি বলেন বৈধ ভোট চুর সরকারের পতনের আন্দোলনে ছাত্রদল কে ৯০দশকের মত অগ্রনী ভূমিকা রাখার আহবান জানান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা বিএনপি নেতা গোলাম রাসুল মোস্তাক, আব্দুর রহিম মেম্বার, আব্দুল মোমেন চৌধুরী, যুবদল নেতা ইকবাল হোসেন রুবেল, মোহাম্মদ মহিউদ্দিন, এহসান, সায়মুন খান হৃদয়।
এতে আরো উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা ছাত্রদল মোঃ আবছার, মিনহাজ, এম আই সাকিব, মোহাম্মদ জিমন, জিয়াউর রহমান, সালমান আকবর, মো ফারুক, ইমতিয়াজ সাকিব শুভ, মো আমজাদ, মো রিয়াদ, মো আরমান, মো জলিলুুর রহমান সামচি, মো সায়েদ,মো আবদুল্লাহ, মো রাশেদ সহ ১৭টি ইউনিয়ন থেকে অসংখ্য ছাত্রদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।