খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মানিকগঞ্জে ইফতার ও দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫৩ পিএম, ২৪ এপ্রিল,রবিবার,২০২২ | আপডেট: ০৪:৪১ পিএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
বারবার নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল করেছে মানিকগঞ্জ জেলা বিএনপি।
গতকাল শনিবার (২৩ এপ্রিল) মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার রাজনৈতিক কার্যালয় গিলন্ডের মুন্নু সিটিতে এই কর্মসুচী পালিত হয়।
এর আগে জেলা বিএনপি’র বর্ধিত সভায় ৭টি উপজেলা ও ২টি পৌর ইউনিটের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বর্তমান জালিম সরকারকে পতনের শপথ গ্রহন করেন।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে ও বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির সাধারন সম্পাদক এস এ জিন্নাহ্ কবিরের সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন জহির আলম লোদি, জামিলুর রশীদ খান, মাকসুদুর রহমান মুকুল, আ ফ ম নুরতাজ আলম বাহার, আব্দুল বাতেন, সত্যেন কান্তি পন্ডিত ভজন, গোলাম রফি অপু, শামীম আল-মামুন, খন্দকার আতিকা, মাসুমা খান রুলি, সানজিদা রহমান ছন্দা, কাজি মোস্তাক হোসেন দিপু, মুহম্মদ মাসুদুল হক মাসুদ, তুহিনুর রহমান, রফিকুল ইসলাম ভুঈয়া হাবু, সজিব ও জ্যাকি প্রমুখ।
জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা বলেন, মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি সব সময় দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে পরিচিতি লাভ করে। কিন্তু জিয়া বিদ্বেষী ষড়যন্ত্রকারী দেশী-বিদেশী চক্র বিএনপি’র জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের উপর নির্যাতনের স্টীম রোলার চালায়। তিন তিন বার নির্বাচিত প্রধানমন্ত্রীকে যে ভাবে নির্যাতন-জুলুম-অত্যাচার করা হচ্ছে তা দেশের মানুষ মেনে নিতে পারছেনা। বিদেশেও এই জালিম সরকারের সমালোচনার ঝড় বইছে।
তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় সকলের দোয়া কামনা করেন। তিনি বলেন, জনগনকে সাথে নিয়ে মানিকগঞ্জ থেকেই সরকার পতন আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ খাকতে হবে।
জেলা বিএনপির সাধারন সম্পাদক এস এ জিন্নাহ্ কবির বলেন, বর্তমান জালিম সরকারের সময় শেষ হয়ে এসেছে। এখন শুধু আন্দোলন সংগ্রাম প্রয়োজন। সঠিক দিকনির্দেশনায় পরিকল্পিত সংগ্রামের মাধ্যমেই অচিরেই এই সরকারের বিদায় ঘন্টা বেজে যাবে।