ঈশ্বরদীতে কারাবন্দী নেতৃবৃন্দের পরিবারকে তারেক রহমানের ঈদ উপহার প্রেরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩৪ পিএম, ২৪ এপ্রিল,রবিবার,২০২২ | আপডেট: ০৩:২১ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ফরমায়েশী রায়ে ঈশ্বরদী বিএনপির ৪৭ জন কারাবন্দী মজলুম নেতাকর্মীদের পরিবারের প্রতি সহানুভূতির বার্তা ও ঈদ উপহার পাঠিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও আগামীর রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান।
গতকাল শনিবার (২৩ এপ্রিল) তার পেরিত বার্তা ও উপহার নিয়ে ঈশ্বরদী আসেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী) বিভাগ, ওবায়দুর রহমান চন্দন ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিষ্টার মীর হেলাল।
এসময় তাদের সফর সঙ্গী হিসেবে পাবনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবদুস সামাদ খান মন্টু, আনিসুল হক বাবু, সদস্য সচিব এ্যডভোকেট মাকসুদ রহমান মাসুদ খন্দকার, জাসাস নেতা খালেদ হাসান পরাগ, জেলা ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন।
ঈশ্বরদী বিএনপি ও জাকারিয়া পিন্টুর পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানান, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আমিনুর রহমান, সামসুদ্দোহা পিপ্পু, আশিকুর রহমান নান্নু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আক্কাস আলী খান।
এসময় সকল কারাবন্দী নেতাকর্মীদের বাড়িতে গিয়ে তাদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে খোঁজ খবর নেন এবং দেশনায়ক তারেক রহমানের বার্তা ও ঈদ উপহার পোঁছে দেন নেতৃবৃন্দ।